৫০ গুটি জামের খেলা

উপকরণ

দুই পক্ষের দুই খেলোয়াড়ের এই খেলায় প্রয়োজন হবে কাঁচা জামের ৫০টি গুটি (ছোট নুড়িপাথর দিয়েও খেলা যায়), মাটিতে গর্ত করার জন্য দা বা ছুরি।

১. প্রথমে দুই সারিতে ৫টি করে মোট ১০টি ছোট গোলাকার গর্ত করে নাও।

২. প্রতিটি গর্তে ৫টি করে ১০টি গর্তে মোট ৫০টি গুটি ফেলো।

৩. খেলোয়াড় দুজন দুপাশে বসবে এবং একজন নিজের ৫টি ঘরের ওপর দিয়ে প্রতি ঘরে একটি করে দান দিয়ে খেলা শুরু করবে। যে ঘরে এসে গুটি শেষ হবে, তার পরবর্তী ঘর থেকে সব গুটি উঠিয়ে পুনরায় দান চলবে।

৪. এমন করে প্রথম ঘর থেকে ষষ্ঠ ঘর, সপ্তম ঘর থেকে দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর থেকে নবম ঘর, দশম ঘর থেকে ষষ্ঠ ঘর, সপ্তম ঘর থেকে অষ্টম এবং নবম ঘর থেকে চালা গুটি ষষ্ঠ ঘরে এসে শেষ হবে।

৫. দান চালতে গিয়ে সর্বশেষ গুটিটি যদি এমন ঘরে পড়ে, যে ঘরের পরের ঘরটি ফাঁকা, তবে ফাঁকা ঘরটি বাদ দিয়ে পরবর্তী ঘরের সব গুটি জিতে নেবে খেলোয়াড়। এমন করে পরপর যতগুলো ফাঁকা ঘর টপকাতে পারবে, ফাঁকা ঘরের পরবর্তী ঘরের সব গুটিই জিতে নেবে সে। এখানে ষষ্ঠ ঘরের পরবর্তী সপ্তম ঘরটি ফাঁকা। আবার অষ্টম ঘরে গুটি আছে তো নবম ঘরটি ফাঁকা। ফলে সপ্তম ঘর বাদ দিয়ে অষ্টম ও নবম ঘর বাদ দিয়ে ১০ ঘরের সব কটি গুটি জিতে নেবে সে। কিন্তু পরপর যদি দুটি ফাঁকা ঘর থাকে, তাহলে কোনো গুটিই পাবে না খেলোয়াড়। (জিতে নেওয়া গুটি রাখার জন্য দুপাশে আরও দুটি গর্ত করে নিতে পারো।)

৬. অনুরূপভাবে অপর পক্ষের খেলোয়াড় তার নিজের ঘরের ওপর দিয়ে দান চেলে ওপরের নিয়মে খেলা এগিয়ে নেবে।

৭. সর্বশেষ গুটিটি যার ঘরে থাকবে, সেটি তারই হয়ে যাবে। কারণ, অপর পক্ষের ঘরে দান চালার মতো কোনো গুটিই থাকবে না তখন।

৮. খেলা শেষে দুজনের জিতে নেওয়া গুটির সংখ্যা গুনে নাও। যার গুটির সংখ্যা বেশি, সেই এই খেলায় জয়ী।