সোনার বাংলার সুবর্ণজয়ন্তী সভা

‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...!’ প্রায় এক বছর আগের কথা। স্কুল প্রাঙ্গণে ঘুম ঘুম চোখে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাওয়ার স্মৃতিটার কথা মনে করিয়ে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় খুলনা কিশোর আলো বুক ক্লাবের মার্চ মাসের সভা।

নিয়মিত আয়োজনে কিআ রিভিউ করে নাওমি, সূর্যের দিন বইটির রিভিউ দেয় সাইয়্যিদাহ। আহসান হাবিবের স্বরচিত কবিতা ‘স্বাধীনতা কোথায়?’ সবার মনে চাঞ্চল্যের সৃষ্টি করে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ‘জন্মভূমির জন্ম ইতিহাস’ কুইজ বিজয়ীর খেতাবটিও যায় আহসান হাবিবের ঝুলিতে। ১৯ মার্চের এ সভায় সদস্যদের অধৈর্যের কাগজে মোড়া কৌতূহলের অবসান ঘটিয়ে সভার বিশেষ আকর্ষণ ‘টাইম মেশিন’, যার মূল কথা ছিল ‘তুমি যদি ৭১’–এর এক কিশোর হতে!’ হাসি, আড্ডা, কৌতুক, হট্টগোলে ৫০ বছর পূর্তিতে বাংলাদেশকে নিয়ে দেখা স্বপ্ন ব্যক্ত করে সদস্যরা এবং তা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শেষ হয় স্বাধীনতা মাসের সভা।

কিশোর আলো বুক ক্লাবের কার্যক্রমের বিস্তারিত খবর পেতে চোখ রাখো www.kishoralo.com -এ। এ ছাড়া তোমার এলাকায় যদি কিআ বুক ক্লাবের কার্যক্রম চালু না থাকে, তাহলে বন্ধুরা মিলে ক্লাব গঠন করতে পারবে এই লিংক পূরণ করে।