‘প্রজেক্ট ডিসপ্লে’ নামটি পড়ার সঙ্গে সঙ্গেই চোখের সামনে ভেসে ওঠে বিস্তৃত মাঠে সুসজ্জিত প্যান্ডেলে শিক্ষার্থীরা নিজ নিজ প্রজেক্ট বিচারকদের কাছে উপস্থাপন করছে। তবে ‘এসএজিসি পঞ্চম বিজ্ঞান উৎসব ২০২১’–এ তা সরাসরি সম্ভব না হলেও অনলাইনে শিক্ষার্থীদের ‘প্রজেক্ট ডিসপ্লে’ এ উৎসবে যুক্ত করেছে এক ভিন্ন মাত্রা।
শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের পরিচালনায় গত ১০ থেকে ১২ জুন অনুষ্ঠিত হয় ‘এসএজিসি পঞ্চম বিজ্ঞান উৎসব ২০২১’। করোনা মহামারির কারণে উৎসবটি অনলাইনে অনুষ্ঠিত হয়।
‘Challenge Your Inner Genius’ শিরোনামে আয়োজিত এ বিজ্ঞান উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় দেশের ১২৯টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। ১০ জুন উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব।
তিন দিনব্যাপী আয়োজনে রোবটিকস অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, জীববিজ্ঞান অলিম্পিয়াড, কুইজসহ ২৮টি বিভাগে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থান থেকেই অনলাইনে যুক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উৎসবের পর্দা নামে ১২ জুন। আয়োজনে ম্যাগাজিন পার্টনার ছিল কিশোর আলো।