মা রান্নাঘরে রান্না করছেন। ছেলে ঠান্ডায় কম্বল নিয়ে ঘুমাচ্ছে। এমন সময় শোয়ার ঘর থেকে হঠাৎ জোরে শব্দ হলো। তারপর...
মা: এই রন্টু কিসের শব্দ? আবার কী ভাঙলি?
ছেলে: ভাঙিনি মা। কম্বল নিচে পড়ে গেছে।
মা: কম্বল তো তুলার, নিচে পড়লে শব্দ হয় নাকি?
ছেলে: না, কম্বলের ভেতর আমিও ছিলাম।
সংগ্রহে: মীর্জা রিদ্ওয়ানুল হক
শিক্ষক ও ছাত্রের মধ্যে কথা হচ্ছে—
শিক্ষক: এই ফাহিম তুই এত দেরি করে এলি কেন?
ছাত্র: স্যার, রাস্তার পাশের সাইনবোর্ডে লেখা আছে, আস্তে আস্তে চলুন, সামনে স্কুল। তাই আসতে দেরি হয়েছে।
সংগ্রহে: তানজিলা আশরাফ