লাখ টাকার পুরস্কার

শত শত কুপন থেকে বিজয়ী বাছাই করছেন ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি
ছবি: আব্দুল ইলা

ল্যাপটপের ছোট ভাই ট্যাব। দোকানে বসে একঘেয়ে দিনকাল কাটাচ্ছিল দুই ভাই। ‘ওয়ান ফাইন মর্নিং’ দুজনের অজান্তেই বিক্রি হয়ে গেল দুই ভাই। সেদিন ল্যাপটপের ঘুম ভাঙল দুপুরবেলা। আশপাশে সব নতুন মানুষ দেখে বেশ ঘাবড়ে গেল সে। কোনোভাবেই বুঝতে পারল না কোথায় এল তারা। খোঁচা দিয়ে ল্যাপটপ ঘুম ভাঙাল ট্যাবের। স্ক্রিন কচলাতে কচলাতে এদিক- ওদিক তাকাল ট্যাব। ছোট হলেও ট্যাবের জ্ঞান একটু বেশি। নিয়মিত পত্রিকা পড়ে সে। এদিক-ওদিক তাকিয়েই ট্যাব বুঝতে পারল, এটা কিশোর আলো অফিস। দূরে একটি টেবিলে ছড়িয়ে আছে হাজার হাজার কুপন। চারপাশে দাঁড়িয়ে আছেন অনেকে। ব্যাপারটা কী?

কিআর জন্মদিন উপলক্ষে ১ অক্টোবর প্রথম আলোয় ছাপা হয়েছিল মজার এক কুইজ। সেই কুইজে অংশ নিয়ে সুযোগ ছিল লাখ টাকার পুরস্কার জিতে নেওয়ার। ল্যাপটপ, ট্যাবসহ ৩০ হাজার টাকার বই! সেই সূত্রেই ল্যাপটপ ও ছোট ভাই ট্যাবের কিআ কার্যালয়ে আসা। তবে তাদের শেষ ঠিকানা হচ্ছে কোথায়? কারা হলো লাখ টাকার কুইজের বিজয়ী?

ছবি: আব্দুল ইলা

৩০ অক্টোবর কিশোর আলোর জন্মদিন উপলক্ষে আয়োজিত লাখ টাকার কুইজ প্রতিযোগিতার লটারি অনুষ্ঠানে এসেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। কিআ কার্যালয়ে এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন কিশোর আলো সম্পাদক আনিসুল হক, কিআর দুই স্বেচ্ছাসেবক নোসিন ও সেতু। একে একে তোলা হয় কুপন, ঘোষণা করা হয়ে বিজয়ীদের নাম। তোমরাও জেনে নাও বিজয়ীদের নাম। শেলটেক সিরামিকসের সৌজন্যে দ্রুতই পুরস্কার পৌঁছে যাবে তোমাদের ঠিকানায়। বিজয়ীদের অভিনন্দন। ল্যাপটপ ও ছোট ভাই ট্যাবও বেশ রোমাঞ্চিত। তোমাদের হাতে পৌঁছানোর জন্য ওরা অপেক্ষা করতে পারছে না।

লাখ টাকার পুরস্কার বিজয়ীদের নামের তালিকা।