১. বর্গাকার কাগজের কর্ণ বরাবর একটা ভাঁজ দাও।
২. এবার নিচের ডট দেওয়া অংশে ভাঁজ দিয়ে ওপরের লেয়ারের কাগজটিকে ওপর দিকে উল্টিয়ে দাও।
৩. এবার আবার ডট চিহ্ন ধরে ওপরের কাগজটাকে পেঁচিয়ে পেঁচিয়ে নিচে নিয়ে আসো। জিনিসটা একদম সরু কিন্তু দৃঢ় স্ট্রিপের মতো হবে।
৪. এবার আবার ডটলাইন বরাবর কাঠামোর নিচের অংশটা ভাঁজ দিয়ে পেছনে নিয়ে যাও। খেয়াল করো, ভাঁজটা লেয়ার খানিকটাসহ ভাঁজ হয়েছে।
৫. কাগজের স্ট্রিপটার পেছনের দুই পাশের ছোট্ট একটু অংশ ভাঁজ করে পেছন দিকে নিয়ে যাও।
৬. আবার ডট চিহ্ন ধরে দুই পাশে ভাঁজ দিয়ে কাগজকে পেছনে নিয়ে যাও।
৭. হয়ে গেল তোমার রঙিলা চশমা। এবার লাল, নীল, হলুদ চশমা বানাও। ছবি তুলে আমাদের ফেসবুকে গ্রুপে দিতে ভুলো না যেন।