বাবার অফিসে ফোন করেছে ছোট্ট শিমুল।
শিমুল: হ্যালো, বাবা!
বাবা: বলো।
শিমুল: বাবা, অফিস থেকে ফেরার পথে আমার জন্য আইসক্রিম এনো।
বাবা: শিমুল, ডাক্তার না তোমাকে আইসক্রিম খেতে নিষেধ করেছেন! আমি ফোন রাখছি।
খানিক বাদে আবারও বাবাকে ফোন করল শিমুল। আবারও একই আবদার, বাবা, বাড়ি ফেরার সময় আইসক্রিম এনো।
বাবা: শিমুল, বাবাকে বিরক্ত করো না। আমি আইসক্রিম আনব না। রাখি।
একটু পর আবারও একই আবদার শিমুলের। বাবা এবার রেগেই গেলেন! বললেন, শিমুল, আমি কিন্তু এখন অফিস থেকে বাসায় এসে তোমাকে মেরে যাব!
উত্তরে শিমুল বলল, ঠিক আছে বাবা, আমাকে যখন মারতে আসবে তখন সাথে করে একটা আইসক্রিমও নিয়ে এসো!
: ম্যাথমেটিশিয়ানদের প্রিয় আইসক্রিম কোনটি?
: কোণ আইসক্রিম।
মা-ছেলে কথা বলছে।
ছেলে: আম্মু আম্মু পাঁচটা টাকা দাও তো।
মা: কেন, কী করবি?
ছেলে: আইসক্রিম খাব।
মা: এই কিছুক্ষণ আগেই তো আইসক্রিম খেলি। এখন টাকা-পয়সা দিতে পারব না, যা এখান থেকে ভাগ।
ছেলে: তাহলে ১০টা টাকা দাও।
মা: কেন?
ছেলে: একটা অসহায় বৃদ্ধ লোককে সাহায্য করব।
মা: খুব ভালো কথা। এই নে ১০ টাকা। তা বৃদ্ধ লোকটি কোথায়?
ছেলে: বৃদ্ধ লোকটাই তো রাস্তার ধারে বসে আইসক্রিম বিক্রি করছে।
এক পিচ্চি মেয়ে দোকানদারকে বলছে,
মেয়ে: আচ্ছা আঙ্কেল, ‘শিশুদের হ্যাঁ বলুন’ জাতিসংঘের এই নীতি কি আপনি সমর্থন করেন? দোকানদার হেসে বললেন, অবশ্যই সমর্থন করি।
মেয়ে: ঠিক আছে। আমি একটা-দুটো ফ্রি আইসক্রিম চাই। আপনি নিশ্চয়ই দেবেন? না করতে পারবেন না কিন্তু, শিশুদের হ্যাঁ বলতে হয়।