মানুষ নয়, তবে মানুষ হতেই সৃষ্টি!

এমন যদি হতো, মরা মানুষটাকে আবার জীবিত করা যায়! এমনটাও কি সম্ভব? কোনো এক শীতকালে ডক্টর ফ্রাঙ্কেনস্টাইন চিন্তা করছিলেন কী আবিষ্কার করা যায়। অনেক গবেষণার পর উন্মোচন করলেন প্রাণরহস্য। এরপর লেগে পড়েন মৃত জীবে প্রাণ সঞ্চারণ করার প্রচেষ্টায়। অবশেষে এক মৃত মানুষের মধ্যে প্রাণ সঞ্চারণ করতে সক্ষম হন। কিন্তু নতুন প্রাণীটি মানুষ হিসেবে পুনর্জন্ম নিতে পারেনি। হয়ে গেল বিশালকায় শত সেলাইয়ে ছিন্নবিচ্ছিন্ন এক দানব। ভয়ংকর তার হুংকার। জেগে উঠেই শুরু করে তার তাণ্ডব। তাই কেউ তার কাছে ঘেঁষে না। ক্রমে এই দানবটাই হয়ে ওঠে নিঃসঙ্গ। এদিকে একে একে প্রিয়জনদের হারাতে থাকে ফ্রাঙ্কেনস্টাইন।

ফ্রাঙ্কেনস্টাইন ও নিঃস্ব দানবের শেষ পরিণতি কী হয়েছিল, তা জানতে তোমাদের পড়তে হবে মেরী শেলির লেখা ফ্রাঙ্কেনস্টাইন বইটি।

আরও পড়ুন