মাথা যখন মাথাব্যথা

আমরা প্রতিদিন কথা বলতে যেসব শব্দ ব্যবহার করি তাতে দুই ধরনের শব্দ থাকে। এক হচ্ছে যেসব শব্দ তার প্রকৃত অর্থ প্রকাশ করে আর কিছু শব্দ তার প্রকৃত অর্থ বাদে অন্য একটি ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন ধরো মাথা শব্দটির প্রকৃত অর্থ হচ্ছে শরীরের একটি বিশেষ অঙ্গের নাম। কিন্তু যদি বলা হয় ‘লক্ষ্মী সোনামণি আমার মাথা খাও, দুষ্টুমি করে না, এখন পড়তে বসো’। খেয়াল করে দেখো এ ক্ষেত্রে মাথা শব্দটির ভিন্ন একটি অর্থ প্রকাশ পাচ্ছে। যার অর্থ হচ্ছে কিরে কাটা বা দোহাই দেওয়া। ধরো কেউ যদি তোমাকে সত্যিই তার মাথা খেতে দিত তাহলে কেমন হতো! সে যাক এখন এসো একটা খেলা খেলি। নিচে দেখো প্রতিটি ছবির নিচে মাথা নিয়ে একটা প্রচলিত কথা বলা আছে, যা মাথা শব্দটির ভিন্ন অর্থ প্রকাশ করে। তোমাদের বলতে হবে সেই ভিন্ন অর্থটি কী। চলো তাহলে শুরু করা যাক।

উত্তর: ১. মাথার ওপরভাগ | ২. মেধা | ৩. স্মরণশক্তি | ৪. আদর | ৫. যন্ত্রণা | ৬. প্রধান | ৭. অর্থ | ৮. সূত্র, চিন্তা, বুদ্ধি | ৯. শেষাংশ