ছোটবেলায় সবাই বোকা থাকে। আমি বোকাই ছিলাম। তবে আমি এতই বেশি বোকা ছিলাম যে বোকামির পর হাসা ছাড়া আর কিছুই করার ছিল না। এমন একটা ঘটনা আছে মশা নিয়েও। ছোটবেলায় আমি ধোঁয়া দেখলেই মনে করতাম সেখান থেকে মশা চলে গেছে। কারণ মশা তাড়াতে ধোঁয়া দেওয়া হতো। একদিন দুপুরে খাবার টেবিলে ভাত বেড়ে রাখছিল আম্মু। গরম গরম ভাত, তাই তা থেকে ধোঁয়া বের হচ্ছিল। আমার ধারণা অনুযায়ী আম্মুকে জিজ্ঞাসা করলাম, ‘আম্মু, এই ঘর থেকে সব মশা চলে গেছে, তাই না?’ আম্মু উল্টো আমাকে জিজ্ঞেস করল, ‘কেন?’ আমি বললাম, ‘ওই ভাত থেকে যে বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে তার গন্ধে মশা চলে গেছে।’ এ কথা শুনে আম্মু তার সেরা হাসি হেসে ফেলল, এরপর অবশ্য আমার ধারণা পরিবর্তন হয়েছিল।