মজার কুইজ

১. নিলা একটি রাস্তার উত্তর দিক দিয়ে হাঁটছে। ওই একই রাস্তার দক্ষিণ দিক দিয়ে হাঁটছে প্রমা। রাস্তার মাঝখানে একটা ২০০ টাকার নোট পড়ে আছে। কে আগে নোটটা নেবে?

২. অ, ই, ঈ, উ চারটি কলোনিতে আগুন লেগেছে। অ্যাম্বুলেন্স এসে কোন কলোনির আগুন আগে নিভিয়েছে?

৩. পরীক্ষার সময় মাথার ওপর যেমন সিলেবাস শেষ করার চাপ থাকে, তেমনি ক্রিকেটাররা যখন খেলতে যায়, তখন তাদের মাথার ওপর কিসের চাপ থাকে?

৪. রুমি কোনো ছাতা বা রেইন কোট না নিয়ে বাইরে বের হলো। হঠাত্ বাইরে বৃষ্টি এল। কিন্তু সে ভিজল না। কী করে সম্ভব?

৫. আমি দোকান থেকে একটা জিনিস কিনলাম। তা আমি মুখে দিলাম। কিছুক্ষণ পর আমি সেটা ফেলে দিলাম। জিনিসটা কী?

৬. তোমার তৃষ্ণা পাওয়ায় তুমি বোতলভর্তি পানি মুখে দিলে, কিন্তু তোমার তৃষ্ণা মিটল না। কেন?

উত্তর

১. কেউ না। কারণ, ২০০ টাকার তো কোনো নোটই নেই। হা! হা! হা!

২. অ্যাম্বুলেন্স তো আগুন নেভায় না। হা! হা! হা!

৩. হেলমেট।।

৪. বৃষ্টি রুমির বান্ধবীর নাম। হা! হা! হা!

৫. চুইংগাম।

৬. বোতলের ছিপি বন্ধ ছিল