ধারণা করা হয়, কোটি কোটি বছর আগে মঙ্গল গ্রহে পানি ছিল। সেখানে ১০০ থেকে ১৫০০ মিটার গভীরতার সমুদ্র ছিল। আদিম মঙ্গল গ্রহের পুরোটাই পানিতে ডুবে ছিল। তাহলে মঙ্গল এখন এত শুষ্ক কেন? কারণ, মঙ্গল গ্রহ ৪০০ থেকে ৩৭০ কোটি বছর আগে পানিশূন্য হয়েছিল। এ কারণেই মঙ্গলে বর্তমানে পাথর ছাড়া কিছু দেখা যায় না। তবে বিজ্ঞানীদের নতুন গবেষণা বলছে, মঙ্গলের পানি কোথাও হারিয়ে যায়নি। এই পানি মঙ্গলের পাথরের নিচেই খনিজে আটকে রয়েছে। সম্প্রতি মঙ্গলে পাঠানো হয়েছে পারসেভারেন্স রোভার। রোভারটির মাধ্যমে মঙ্গলে বেশ কিছু পরীক্ষা চালানো হবে। বিজ্ঞানীদের আশা, রোভারের তথ্য পেলে তাদের আগের ধারণার সঙ্গে বর্তমান তথ্য মিলে যাবে। মঙ্গলে মিলবে পানি।