প্রথমবারের মতো সফলভাবে মঙ্গলে মহাকাশযান পাঠিয়েছে চীন। গত ১৪ মে মঙ্গলের পৃষ্ঠে অবতরণ করে মহাকাশযান ঝুরং। চীনা ভাষায় ঝুরং শব্দের অর্থ হলো আগুনের দেবতা। তিয়ানওয়েন-১ নভোযানে করে মঙ্গলে পাঠানো হয়েছে এ রোভার রোবটকে। এর সার্বিক তত্ত্বাবধানে আছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ঝুরং নামের রোভার রোবটটির ছয়টি চাকা আছে। এটি এখন মঙ্গলের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় আছে। এতে একটি সুরক্ষাধর্মী ক্যাপসুল, একটি প্যারাস্যুট ও একটি রকেট প্ল্যাটফর্ম রয়েছে। এত দিন মঙ্গলে অবতরণের গৌরব শুধু যুক্তরাষ্ট্রের ছিল। দ্বিতীয় দেশ হিসেবে এই গৌরব অর্জন করল চীন। তবে মঙ্গলে অবতরণ সহজ কাজ নয়। এখন পর্যন্ত পরিচালিত অভিযানগুলোর কেবল অর্ধেক সফল হয়েছে।