ভার্চ্যুয়াল ঈদ আলাপন

ঈদ মানে খুশি! কিন্তু করোনাভাইরাসের প্রকোপে পরপর দুই বছরের ঈদ কাটাতে হলো ঘরে বসে! কমবেশি সবারই তাই মন খারাপ। পৃথিবীর কোনো বাধা হয়তো এই খুশি বা আনন্দকে আটকে রাখতে পারবে না। তাই লকডাউনের একঘেয়েমি কাটাতে এবং ঈদের উৎসবমুখর আনন্দ ভাগাভাগি করে নিতে জ্যৈষ্ঠের দুপুরের তীব্র গরম উপেক্ষা করে ক্লাবের সদস্যরা যুক্ত হয় খুলনা কিশোর আলো বুক ক্লাবের ‘ভার্চ্যুয়াল ঈদ আলাপন’-এ।

ঈদের আমেজ শেষ হওয়ার আগেই এবার সভার আমেজ নিয়ে হাজির হয় সদস্যরা! ঘরবন্দী ঈদ উদ্‌যাপনের গল্প বলার সঙ্গে সঙ্গে সদস্যরা ঈদের শুভেচ্ছা বিনিময় করে ‘ঈদ ক্যাঁচাল’ পর্বে। এরপর বিশেষ আয়োজন ‘আমসত্ত্ব’তে শৈশবে গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে আম–কাঁঠাল খাওয়ার স্মৃতিচারণা ও দুষ্টুমি করে আম চুরির গল্পে হাসি-ঠাট্টা ও আড্ডায় মেতে ওঠে সবাই।

নিয়মিত আয়োজন কিআ রিভিউ ও বই নিয়ে আলোচনা শেষে সদস্যদের মে দিবসের ইতিহাস ও জলবায়ুবিষয়ক দুটি ডকুমেন্টারি দেখানো হয়। জলবায়ু ও পরিবেশদূষণ রোধে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ হয় সবাই। শেষে সদস্য অন্তুর গান দিয়ে দারুণ জমজমাট সভার সমাপ্তি হয়।

অন্যান্য বুক ক্লাবের সভার নিউজ পড়তে এবং ক্লাবের সব ধরনের কার্যক্রমের বিস্তারিত জানতে হলে চোখ রাখো www.kishoralo.com-এ। আর তোমার এলাকায় যদি কিআ বুক ক্লাবের কার্যক্রম চালু না থাকে, তাহলে বন্ধুরা মিলে ক্লাব গঠন করতে পারবে এই লিংক পূরণ করে।