করোনাকালীন সময়ে ১৮ জুন একটি সুন্দর বৃষ্টিস্নাত বিকেলে শেরপুর কিশোর আলো বুক ক্লাবের সদস্যরা ভার্চুয়ালি যুক্ত হয় মাসিক সভায়। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টির টাপুর-টুপুর শব্দ। এরই মাঝে হাসি-ঠাট্টা-আড্ডা দিয়ে চলেছে একদল বইপ্রেমী।
নিয়মিত আয়োজনে কিআ রিভিউ করে আতিয়া। নুলিয়াছড়ির সোনার পাহাড় বইটির রিভিউ দেয় পুষ্পিতা, সবাই যেন রক্ত টগবগে অ্যাডভেঞ্চারে জমে উঠে। তারপর রুপকথা শোনায় ভূতের গল্প। সে কি ভয়ংকর! এতো সব মজার আয়োজনে এগোতে থাকে আলোচনা। বর্ষার চতুর্থ দিনে সকলে শোনায় বর্ষার অভিজ্ঞতা।
সভা আগের মতো না হলেও ভার্চুয়ালি এমন এক জমজমাট আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে সবাই অনেক খুশি হয়।