বিষাক্ত জুস

ফেলু মিত্তিরের মতো রাত জেগে রহস্যের সমাধান করা কি তোমার নেশা? তিন গোয়েন্দার মতো খুলতে ইচ্ছা করে রহস্যের জট? ব্যোমকেশের আগেই কি তুমি খুঁজে বের করতে পারো অপরাধীকে?

তাহলে তোমার জন্যই রইল দারুণ এই রহস্যজট।

অলংকরণ: সিধু রাংসা

তিথি আর বীথি বাড়ির পাশের ‍জুসবারটাতে যায়। দুজনেই অরেঞ্জ জুস অর্ডার করে। ওয়েটার এসে বরফ দেওয়া ঠান্ডা অরেঞ্জ জুস দিয়ে যায় ওদের। বীথির বেশ তেষ্টা পেয়েছিল। তাই সে ঢকঢক করে পাঁচ গ্লাস অরেঞ্জ জুস খেয়ে ফেলে। ওদিকে তিথি ধীরে ধীরে মাত্র এক গ্লাস খায়।

প্রতিটি জুসই ছিল বিষাক্ত। যদিও তা খেয়ে শুধু তিথি মারা যায়। কিন্তু কেন?

(উত্তর দেখো নিচে)

উত্তর: জুসের মধ্যে বরফটাই ছিল বিষ। তিথি ধীরেসুস্থে খায়। তাই তার গ্লাসে বরফ গলে মিশে যায়। কিন্তু বীথি খায় খুব দ্রুত। তাই বরফ গলার সুযোগ পায়নি এবং সে কারণেই বীথি নয়; মারা যায় তিথি।

রিডার্স ডাইজেস্ট অবলম্বনে