বাড়িকে বানাই রেস্টুরেন্ট

অলংকরণ: রাকিব রাজ্জাক

করোনা দুর্ভোগের কারণে আমরা ঘরবন্দী। তাই আর রেস্টুরেন্টে যাওয়া হয় না। কত দিন যে রেস্টুরেন্টে যাই না! তাই রেস্টুরেন্টের খাবার বাসায় বানানোর সিদ্ধান্ত নিলাম। আরকি? এক হাতে মুঠোফোন, আরেক হাতে চামচ নিয়ে চলে গেলাম রান্নাঘরে। রান্না করা যে এত জটিল কাজ, তা আজ জানলাম। কিছু ঝামেলা তো হলোই, কিন্তু অবশেষে পারলাম। রান্নাঘরের চেহারা দেখে আম্মুর অবস্থা হলো ঈদের শপিং করার মতো। ছড়িয়ে–ছিটিয়ে একাকার! কিন্তু অবশেষে সবাই মজা করে খেলাম কাজু নাট সালাদ। স্বাস্থ্যকর আর সুস্বাদু। আমার আত্মীয়দের ছবি পাঠাতেও দেরি করলাম না। বাসায় থেকে নতুন কিছু শিখলাম। তোমরাও বাসায় নতুন কিছু বানাতে পারো। বানিয়ে দেখো, বাড়িকে রেস্টুরেন্টে রূপান্তর করা কত সহজ! করোনাকে প্রতিহত আমরা করবই। বিরক্তি নিয়ে থাকব না।

লেখক: শিক্ষার্থী, বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বগুড়া