বাংলাদেশের কিশোর-কিশোরীদের জন্য অনলাইনে নিরাপদ পরিবেশ তৈরির উদ্দেশ্যে ‘ইনস্টাগ্রাম গাইড ফর প্যারেন্টস’ বা অভিভাবক সহায়িকা চালু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের ফিচারগুলো আরও ভালোভাবে বুঝে কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইতিবাচক অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার এক ওয়েবিনারের মাধ্যমে ইনস্টাগ্রাম ও কিশোর ম্যাগাজিন কিশোর আলোর যৌথ উদ্যোগে এ গাইড বা সহায়িকা বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রকাশিত হয়।
ওয়েবিনারে ইনস্টাগ্রামের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পাবলিক পলিসি প্রধান ফিলিপ চুয়া বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভরতা বেড়েছে। বাংলাদেশেও কিশোর-কিশোরীদের জীবনের অন্যতম অংশ হয়ে উঠছে ইনস্টাগ্রাম। অভিভাবকেরা তাঁদের সন্তানের মানসিক সুস্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট থাকেন। ইনস্টাগ্রাম প্রতিনিয়তি নানা ফিচার যুক্ত করার মাধ্যমে ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। এ অভিভাবক সহায়িকার মাধ্যমে সন্তানের সঙ্গে অভিভাবকেরা অনলাইনের সুরক্ষা নিয়ে আলোচনা করতে পারবেন।
কথাসাহিত্যিক ও কিশোর আলো সম্পাদক আনিসুল হক বলেন, ইন্টারনেট এখন জীবনের অন্যতম অংশ হয়ে উঠছে। কিন্তু এর সঠিক ও ভালো ব্যবহার জানতে হবে। তিনি বলেন, ইনস্টাগ্রাম ও কিশোর আলোর এই উদ্যোগটি দারুণ। এ গাইডে ইনস্টাগ্রাম অ্যাপের বিভিন্ন ফিচার ব্যবহার করে কীভাবে কমিউনিটি তৈরি করা যায়, সে সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘একজন বাবা হিসেবে আমি বিশ্বাস করি, কিশোর-কিশোরীদের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে সুরক্ষিত ও আনন্দদায়ক করতে আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি।’
ইনস্টাগ্রাম ও কিশোর আলোর এ অভিভাবক সহায়িকাকে শিশুদের অনলাইন জগতে নিরাপদ রাখার অন্যতম উদ্যোগ বলে জানান ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শাবনাজ জাহেরীন।
নিজের সন্তানের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরে অভিভাবক প্রতিনিধি হিসেবে আজিজা আহমেদ বলেন, বর্তমান পরিপ্রেক্ষিতে ইন্টারনেট জগতে সন্তানকে নিরাপদ রাখা অভিভাবকদের জন্য বড় উদ্বেগের বিষয়। সহজে বোধগম্য ও ছোট অভিভাবক সহায়িকা তৈরির আহ্বান জানান তিনি
কিশোর–কিশোরী ও তরুণদের ইনস্টাগ্রামে সৃষ্টিশীল কাজ ও ব্যবসায়িক উদ্যোগকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যেতে সহায়তার আহ্বান জানান আরেক অভিভাবক প্রতিনিধি ইকবাল হোসেন।
কিশোর আলোর প্রদায়ক তাবাসসুম ইসলামের সঞ্চালনায় ওয়েবিনারটি কিশোর আলোর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।
অভিভাবক সহায়িকাটি পড়া যাবে কিশোর আলোর ওয়েবসাইটে।