পুলিশের প্রিজন ভ্যানে করে সাত-আটজন খুনের আসামি নিয়ে যাওয়া হচ্ছে। পাহাড়ের পাশ দিয়ে বন্ধুর পথ ধরে ছুটে চলছে গাড়ি। হঠাৎ রাস্তা ব্যারিকেড দিয়ে আক্রমণ করল এক দল সন্ত্রাসী। পুলিশ আর গার্ডকে আহত করে দরজা ভেঙে খুনিদের মুক্ত করে দিল তারা। সবাই পালাল। কিন্তু একজন পালাল না। প্রিজন ভ্যানেই বসে রইল।
পরে পুলিশের রেসকিউ টিম এসে তাকে প্রশ্ন করল, কী ব্যাপার, সবাই পালাল তুমি রয়ে গেলে যে? মাথা খারাপ!
লোকটি জবাব দিল: এ বনজঙ্গলে গাড়িঘোড়া পাব কোথায় যে পালাব?
দুই বন্ধুতে কথা হচ্ছে।
প্রথম বন্ধু: কিরে, তোর পরীক্ষার প্রস্তুতি কেমন?
দ্বিতীয় বন্ধু: আর বলিস না রে, এখনো সবই বাকি পড়ে আছে।
প্রথম বন্ধু: বলিস কী? আমার তো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এখন শুধু একটা বাকি আছে।
দ্বিতীয় বন্ধু: কোনটা?
প্রথম বন্ধু: কলম, পেনসিল, ইরেজার, স্কেল, ক্যালকুলেটর, পরিচয়পত্র, প্রবেশপত্র—সব প্রস্তুত! এখন শুধু পড়াটা বাকি আছে!
এক স্টেশনে ট্রেন থেমেছে। এক ভদ্রলোক পাশের ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, ‘ভাই, এটা কোন স্টেশন?’
অপর ভদ্রলোক ট্রেনের জানালা দিয়ে কিছুক্ষণ বাইরে তাকিয়ে চিন্তিত মুখে জবাব দিলেন, ‘মনে হচ্ছে, এটা একটা রেলওয়ে স্টেশন।’
শিক্ষক: বল তো কুকুর মুখের বাইরে জিবটা বের করে রাখে কেন?
ছাত্র: পেছনের লেজটার সঙ্গে ব্যালেন্স রাখতে।
আমিন: তুমি ক্রিকেট কেমন খেলো?
রাহাত: খুবই ভালো। একসময় আমি এলাকার ক্রিকেট টিমের অপরিহার্য অংশ ছিলাম।
আমিন: তারপর?
রাহাত: তারপর আর কী! ওরা সবাই মিলে ব্যাট–বল কিনে ফেলল!