প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সংবাদপত্র, পত্রিকা বা খবরের কাগজ—যে নামেই সম্বোধন করি না কেন, এর মূল কাজ পাঠকের কাছে সংবাদ পৌঁছে দেওয়া। কিন্তু সেই সংবাদপত্রই যে সংবাদ প্রদানের বাইরেও হয়ে উঠতে পারে আরও বিশেষ কিছু, কাজ করতে পারে গণিত, ভাষা বা বিজ্ঞানচর্চায়, অনন্য উপায়ে সম্মান জানাতে পারে প্রিয় শিক্ষক বা লেখককে, স্বীকৃতি দিতে পারে ক্রীড়া বা বিনোদনজগতের সেরা কাজ বা মানুষটিকে, দেশের নানা প্রান্ত থেকে অদম্য মেধাবীদের খুঁজে এনে তাদের পাশে দাঁড়াতে পারে, কিংবা লড়াই করতে পারে এসিড-সন্ত্রাস বা মাদকের বিরুদ্ধে, সে কথাটা কজন ভেবেছিল! প্রতিনিয়ত এমন দারুণ সব কাজ করে গত ২২ বছর ধরে বাংলাদেশের মানুষের মনে অনন্য এক জায়গা করে নিয়েছে দৈনিক প্রথম আলো।

১৯৯৮ সালের ৪ নভেম্বর প্রকাশিত হয় প্রথম আলোর প্রথম সংখ্যা। তখন থেকেই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদের পাশাপাশি প্রথম আলোর চমৎকার সব ফিচার পাতাগুলো মন কাড়ে পাঠকের। সেই সঙ্গে প্রথম আলো এসিড-সন্ত্রাস ও মাদকবিরোধী আন্দোলন, কৃতি শিক্ষার্থী ও অদম্য মেধাবীদের সংবর্ধনা, গণিত অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগ, প্রিয় শিক্ষক সম্মাননাসহ নানা সামাজিক কার্যক্রম আয়োজন করে নিয়মিত, যা পত্রিকাটিকে করে তোলে অপ্রতিদ্বন্দ্বী।

এই করোনাকালেও নিয়মিত প্রকাশ হয়েছে প্রথম আলো। কঠিন এই সময়ে জীবনের ঝুঁকি নিয়েও কাজ করে চলেছেন এর কর্মীরা। সবার আশা, কঠিন সময় পেরিয়ে একসময় নিশ্চই আলো আসবে। আর তাই ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথম আলোর শ্লোগান ‘আস্থা রাখি আলোয়’।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভ সময়ে প্রথম আলোর জন্য কিশোর আলোর পক্ষ থেকে রইল শুভেচ্ছা।