পৃথিবীর বাইরে উড়ল হেলিকপ্টার

মঙ্গলের আকাশে উড়ছে ইনজেনুইটি। নাসা ১৯ এপ্রিল উড়োযানটির এই ছবি প্রকাশ করেছে
ছবি: এএফপি

সম্প্রতি নাসার ইনজেনুইটি নামের হেলিকপ্টারটি প্রথমবার মঙ্গলের আকাশে উড়তে সক্ষম হয়েছে। এটাই পৃথিবীর বাইরে ভিন্ন কোনো গ্রহে ওড়ানো প্রথম হেলিকপ্টার।

হেলিকপ্টারটি মাত্র ৪০ সেকেন্ড উড়েছিল। কারণ, মঙ্গলের বাতাস অত্যন্ত হালকা। তবে এই ৪০ সেকেন্ডই কিন্তু মহাকাশ অভিযানের জন্য এক নতুন ইতিহাস সৃষ্টি হলো।

কারণ, রাইট ভাইয়েরা পৃথিবীতে প্রথম যে বিমান উড়িয়েছিলেন, তা মাত্র ১২ সেকেন্ড উড়েছিল। যাহোক, হেলিকপ্টারটি ওড়ার সময় নিজের ছায়ার ছবি ও ভিডিও করে পাঠিয়েছে পৃথিবীতে। ফলে বলাই যায়, ভবিষ্যতে মঙ্গলে বাস করার জন্য আরেক ধাপ এগিয়ে গেল মানুষ। সুতরাং বিজ্ঞানীদের এখন চিন্তা, কীভাবে মঙ্গলে আরও বেশি সময় হেলিকপ্টার ওড়ানো যায়। গত ১৯ এপ্রিল হেলিকপ্টারটি মঙ্গলের আকাশে উড়েছিল।

সূত্র: নাসা