রহস্য ধাঁধা
পুলিশকে ধোঁকা
ফেলু মিত্তিরের মতো রাত জেগে রহস্যের সমাধান করা কি তোমার নেশা? তিন গোয়েন্দার মতো খুলতে ইচ্ছা করে রহস্যের জট? ব্যোমকেশের আগেই কি তুমি খুঁজে বের করতে পারো অপরাধীকে?
তাহলে তোমার জন্যই রইল দারুণ এই রহস্যজট।
শরিফ সাহেব পুলিশের কাছে গিয়ে জানান, কেউ তাঁর সোনার আংটি চুরি করেছে।
পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় এবং দেখে জানালা ভাঙা, ভেতরে সবকিছু তছনছ করা আর সারা ফ্লোরে নোংরা পায়ের ছাপ।
পুরোটা ঘুরে ঘুরে নিরীক্ষা শেষে পুলিশ কর্মকর্তা আফজাল সাহেব বলেন, ‘এখানে চুরি হয়নি।’
পুলিশ শরিফ সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কারণ সে পুলিশকে ধোঁকা দেয়।
কিন্তু কীভাবে? তোমরা কি কেউ বলতে পারো?
(উত্তর দেখো নিচে)
উত্তর: পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই দেখে পুরোটাই একটা সাজানো চুরির নাটক। যে জানালা ভাঙা তার সব কাচ পড়ে ছিল বাইরে। ভেতরে নয়। অর্থাৎ জানালাটি ভেতর থেকে ভাঙা ছিল। এ কারণে পুলিশ এটাকে একটা নাটক হিসেবে চিহ্নিত করে।