পুরস্কার ব্যাপারটা কী?

অলংকরণ: রাকিব রাজ্জাক

পুরস্কার জিততে কে না চায়? আমিও পছন্দ করি পুরস্কার জিততে। তবে মজার ব্যাপারটা কি জানো? আমি যখন আরেকটু ছোট ছিলাম, তখন জানতামই না পুরস্কার জেতাটা আসলে কী।

২০১০ সালের কথা। শিশু শ্রেণিতে অধ্যয়নের মাধ্যমে আমার স্কুলজীবনে প্রবেশ। কয়েকটা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নাম দিলেও পুরস্কার পাইনি। তাই সে বছর আমি বুঝতে পারিনি ব্যাপারটা। তবে ২০১১ সালে প্রথম শ্রেণিতে ওঠার পর, আমাকে আর শিশু শ্রেণির মতো দুঃসময় দেখতে হয়নি। ওই বছর আমাদের স্কুলে একজন গানের শিক্ষক এসেছিলেন। তাঁর কাছ থেকে আমি গান শিখলাম। কেন শিখলাম আমি নিজেও জানি না। এমনকি বিভিন্ন প্রতিযোগিতায় নামও দিয়েছিলাম। কোনো লক্ষ্য ছিল না। কিন্তু অনুষ্ঠানের দিন যখন আমাকে দুটি পুরস্কার দেওয়া হলো, তখন বুঝলাম ব্যাপারটা। তখন থেকে পুরস্কার জেতার মজাটাও বুঝলাম। এভাবেই জীবনের প্রথম পুরস্কার নিয়েছিলাম আমি এবং পুরস্কার পাওয়া এখনো অব্যাহত আছে। সর্বশেষ সপ্তম শ্রেণিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ‘যেমন খুশি তেমন সাজো’তে বর্ণমালা সেজে প্রথম হয়েছি আমি।