সবার জীবনে একটা না, অনেক ইচ্ছাই থাকে। থাকে কত শখ। আমারও ছিল। খুব ইচ্ছা ছিল নাচ শেখার। মাকে অনেকবার অনুরোধ পর্যন্ত করেছিলাম। বলেছিলাম, মা আমি নাচ শিখব। আমার কথা কানেই তোলেনি মা। এখনো টিভিতে কিংবা আমার আশপাশের বন্ধুদের নাচতে দেখলে খুব কষ্ট হয় আমার। যদিও সেটা প্রকাশ করি না আমি। দুঃখটা চেপে রেখে দিই নিজের মধ্যে। এখন পর্যন্ত মায়ের ওপর খুব রাগ হয়—কেন মা তখন আমাকে নাচ শেখাল না? কেন? জীবনে অনেক ধরনের কষ্ট পেয়ে বড় হয়েছি আমি। সবকিছুতেই ছিল নানা রকম বাধা। আমার মা ভালোবাসার চেয়ে কষ্টই বেশি দিয়েছে আমাকে। তবু মাকে দোষারোপ করব না আমি। মা আমাকে শেখায়নি তো কী হয়েছে? জীবনটা তো এখনো আছে। ভালোমতো পড়ালেখা করে নিজের পায়ের নিচের মাটিটাকে মজবুত করব। তারপর নিজের উপার্জন করা টাকায় পূরণ করব স্বপ্নগুলো। করবই। নাচ তো আমি শিখবই। আজ না হয় কাল। আমার ইচ্ছেমতো লিখব আমি। থাকবও আমার ইচ্ছেমতো। হতে পারে মা আমার ভালো চেয়েছিলেন এবং ভবিষ্যতেও চাইবেন। তবু আমি পেছনে ফিরব না। আমার পরিকল্পনাই আমার সংকল্প।