নিরাপদ ইন্টারনেট নিয়ে সভা

আবার নতুন করে লকডাউন আর নতুন করে ঘরবন্দী হয়ে পড়ার এক বিকেলে শুরু হ‍য় চট্টগ্রাম কিআ বুক ক্লাবের এপ্রিল মাসের সভা। কিআর এপ্রিল সংখ্যার প্রচ্ছদ রচনার সাথে মিল রেখে সভায় আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইন্টারনেটের নিরাপদ এবং সচেতন ব্যবহার।

১২ এপ্রিলের এ সভায় আলোচনা হয় এইচ জি ওয়েলসের লেখা অদৃশ্য মানব বইটি নিয়ে। আগামী মাসগুলোয় ক্লাবের অনলাইন কার্যক্রম কেমন হবে, তা নিয়েও আলোচনা হয় সভার অনেকটাজুড়ে। সবমিলিয়ে জমজমাট সভাটি শেষ হয় সদস্য সাদিয়া ইসলামের দু’টি গান দিয়ে।

কিশোর আলো বুক ক্লাবের কার্যক্রমের বিস্তারিত খবর পেতে চোখ রাখো www.kishoralo.com -এ। এ ছাড়া তোমার এলাকায় যদি কিআ বুক ক্লাবের কার্যক্রম চালু না থাকে, তাহলে বন্ধুরা মিলে ক্লাব গঠন করতে পারবে এই লিংক পূরণ করে।