‘নিজে ভালো থাকব, আশপাশের প্রত্যেক মানুষের ভালোর চিন্তা করব’

‘২০১৬ সাল। তখন সবেমাত্র তাহসানের গান শোনা শুরু করেছি। এমন সময় জানতে পারলাম, ৭ অক্টোবর রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে কিশোর আলোর জন্মদিন উপলক্ষে যে কিআনন্দ উৎসব আয়োজিত হতে যাচ্ছে, সেটির উদ্বোধন করতে আসবেন তাহসান।’

‘অধীর আগ্রহে পরদিন কিআনন্দে গেলাম, তাহসানকে দেখতে পাব ভেবে। আগে আগে গিয়ে প্রথম সারিতে বসেছিলাম, পাশের চেয়ারটা খালি ছিল। হুট করে তাহসান এসে বসলেন আমার পাশে! আমার দিকে তাকিয়ে হাত নেড়ে বললেন, ‘হাই’! আমি তখন প্রায় জমে বরফ অবস্থা। উত্তরও দিতে পারলাম না। যাঁকে দেখার জন্য এত অপেক্ষা, সেই মানুষটা কিনা আমার পাশে এসে বসলেন! সে সময় আমার কাছে ফোন ছিল না। আশপাশের সবাই আমার সিটে বসেই তাহসানের সঙ্গে ছবি তুলে গেল, অথচ আমি পারলাম না। তখন মনে হচ্ছিল, সারা জীবন বোধ হয় এই আফসোস থেকে যাবে।’

‘তবে আজ তাহসান ভাইয়ার সঙ্গে লাইভে আসার পর বোধ হয় আমার আর সেই আফসোস থাকা উচিত হবে না।’

১ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ছয়টায় কিশোর আলোর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ম্যাগাজিনটির ফেসবুক পেজে আয়োজিত লাইভে এভাবেই নিজের অভিজ্ঞতার কথা জানাচ্ছিলাম আমি। উত্তেজনায় অবশ্য ভুল করে ২০১৬ সালকে ২০১৭ বলে ফেলেছি! তাতে কী! স্ক্রিনে যখন অতিথি হিসেবে উপস্থিত জনপ্রিয় গায়ক ও অভিনয়শিল্পী তাহসান খান, সঞ্চালক হিসেবে আবার আছেন কিশোর আলো সম্পাদক আনিসুল হক, এমন বড় মানুষদের সামনে অনুভূতি জানাতে গিয়ে একটু ভুল তো হতেই পারে!

কিশোর আলোর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত লাইভে উপস্থিত ছিলেন গায়ক ও অভিনয়শিল্পী তাহসান

লাইভে আমাদের সঙ্গে আরও উপস্থিত ছিল কিশোর আলোর স্বেচ্ছাসেবক মুজাহিদুল ইসলাম ওহি।

কিশোর আলোর সাক্ষাৎকার বিভাগের যাত্রা শুরু হয়েছিল তাহসানের সাক্ষাৎকার নিয়েই। ২০১৩ সালে প্রকাশিত সেই সাক্ষাৎকারের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘অনেক ইন্টারভিউ দিলে যেটা হয়, একটা পর্যায়ের পর ইন্টারভিউয়ের প্রশ্নে তেমন পার্থক্য থাকে না। তাই ইন্টারভিউয়ের কথা তেমন মনেও থাকে না। কিন্তু কিশোর আলোতে দেওয়া সাক্ষাৎকারের একটি প্রশ্ন এখনো আমাকে ভাবায়। প্রশ্নটি ছিল, আলাদিনের চেরাগ পেলে কোন তিনটি ইচ্ছা পূরণ করবেন? আমি বলেছিলাম, আমার তিনটি ইচ্ছাকে এক করে সকল সৃষ্টিকে নিয়ে স্বর্গে যেতে চাই। এবং আমি চাই এই ইচ্ছেটা সবার মাঝে ছড়িয়ে দিতে। তোমরা যারা এখন বেড়ে উঠছ, তোমাদের মধ্যে এই চিন্তা থাকাটা খুব জরুরি যে আমি নিজে ভালো থাকব, আশপাশের প্রত্যেক মানুষের ভালোর চিন্তা করব। অর্থাৎ পৃথিবীটাকেই আমরা স্বর্গ করে তুলব।’

আরও পড়ুন

পড়াশোনার পাশাপাশি সৃজনশীল ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্বের কথা বলেন তাহসান।

কিশোর আলোর সম্পাদক আনিসুল হক বলেন, ‘ক্লাসে যে ছেলেটা ফার্স্ট হয় কিন্তু পাঠ্যবইয়ের বাইরে অন্য বই পড়ে না, বন্ধুদের পাশে দাঁড়ায় না, তার চেয়ে যে ছেলেটা হয়তো ফার্স্ট হয় না কিন্তু বই পড়ে, বন্ধুদের পাশে দাঁড়ায়, খেলাধুলা করে, সেই ছেলে পরবর্তী সময়ে সমাজে, রাষ্ট্রে অনেক বেশি অবদান রাখে। তাই তোমরা পড়াশোনার পাশাপাশি বই পড়বে, খেলাধুলা করবে, বিপদে মানুষের পাশে থাকবে।’

আনিসুল হক জানান, কিশোর আলোর জন্মদিন উপলক্ষে মাসজুড়েই থাকছে নানা আয়োজন। লেখালেখি, ভাষা, গণিত, আলোকচিত্র, চলচ্চিত্র, ক্যারিয়ারসহ নানা বিষয়ের ওপর কর্মশালা এবং অনেক অনেক কুইজ থাকছে আয়োজনে। সব আয়োজন সম্পর্কে জানা যাবে কিশোর আলোর ফেসবুক পেজে।

লেখক: স্বেচ্ছাসেবক, কিশোর আলো