ধরা থেকে পড়া

অলংকরণ: রাকিব রাজ্জাক

ঢাকা কিআনন্দ অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে বিজয় সরণিতে ঘটল এক কাণ্ড। আপুর হাত ধরে রাস্তা পার হচ্ছিলাম। এমন সময় মাঝ রাস্তায় একটা ছেলে কণ্ঠ বলল, ‘আপু, কোনো সমস্যা?’ বুঝতে আর বাকি রইল না কী ঘটেছে। লজ্জায় ছেলেটির হাত ছেড়ে সরি বলে রাস্তা পার হলাম। রাস্তা পার হওয়ার পর আপু আমাকে যেই ডাক দিল, অমনি ফুটপাতে ধপাস...। আমি হিহি করে হেসে ফেললাম আর কাছে গিয়ে ওকে তুললাম। তখন আপু বলল, ‘হাসার কী আছে? পড়তেই পারি। আর তুমি অন্যের হাত...।’ আপুকে বলার সুযোগ না দিয়ে যে ছেলেটার হাত ধরেছিলাম সে বলে উঠল, ‘হুমম, দেইখা চলতে হয়।’ কথাটা শুনেই মুখের হাসিটা থেমে গেল।

আরও পড়ুন