আমাদের স্কুলে অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন করায় আমার ডাকনামই হয়ে গেছে ‘দ্বিতীয় আইনস্টাইন’। আমাদের সায়েন্স ক্লাস বন্যা মিস নেন। তো মিসের সঙ্গে আমার তিন দিনের কথোপকথন:
প্রথম দিন
মিস পড়াচ্ছিলেন, ‘নতুন দই বানাতে গেলে একটু পুরোনো দইও মেশাতে হয়।’ আমি জিজ্ঞেস করলাম, মিস! কত বছরের পুরোনো দই?
পুরো ক্লাসের সবাই হাসতে লাগল। এমনকি মিসও হেসে ফেললেন। হাসতে হাসতে বললেন, ‘আরে বোকা! এক দিনের পুরোনো দই মেশালেও চলবে।’
দ্বিতীয় দিন
মিস সেদিন পড়াচ্ছিলেন, ‘আইসক্রিম বানানোর সময় ব্যাকটেরিয়া মেশানো হয়।’ আমি সঙ্গে সঙ্গে বললাম, মিস ব্যাকটেরিয়া কি ভর্তা করে মেশাতে হবে।
সেদিনই মিস আরও পড়াচ্ছিলেন, ‘সমুদ্রের পানি যদি শুকিয়ে যায় তো কী হবে ভাবো।’
আমি তখন বললাম, মিস! ভালোই তো হবে। আমরা পানি খাব না। সমুদ্রের নুন খাব। ভাত না। নুনই হবে আমাদের প্রধান খাদ্য।
তৃতীয় দিন
মিস আজকে পড়াচ্ছিলেন, ‘আগের কালের মানুষ সবাই এখন বেঁচে থাকলে পৃথিবীর কী অবস্থা হতো ভাবো!’
আমি বললাম, মিস! তেমন কিছুই হতো না। পৃথিবীটা অধিক জনসংখ্যার চাপে নিচে পড়ে যেত।
এরপরে মিস বললেন, এন্টামিবার শরীরের ভেতরেও ব্যাকটেরিয়া আছে। আমি বললাম, মিস! ওরাও কি তাহলে অ্যান্টিবায়োটিক খায়?