দেখো, কেমন করেই পারি...

কৌশলের কিস্তিমাতেই দর্শকদের মন জয়ের চেষ্টা করেন জাদুকর। সঙ্গে নিপুণ অভিনয় তো আছেই। এ কাজে যে যত বেশি সফল, সে ঠিক তত বড় জাদুকর। আজ তোমাদের এমনই একটা জাদু ও তার পেছনের কৌশল নিয়ে কথা বলব, খুব ভালোভাবে চর্চা করে যদি এটাকে দেখাতে পারো, নিশ্চিত জেনো জাদুকরদের ক্লাবে তোমার অন্তর্ভুক্তিও আজ থেকে নিশ্চিত। দেখে নেওয়া যাক...

জাদুকরের জাদু

নিজের পকেট থেকে জাদুকর তাঁর ডান হাতের সাহায্যে সুদৃশ্য একটা চামচ বের করে আনলেন। নিজের হাতে ধরে রেখেই তাঁর চারপাশে ঘিরে থাকা দর্শকদের চামচটি এদিক-ওদিক করে খুব ভালোভাবেই দেখিয়ে নিলেন এবং প্রকারান্তরে বোঝানোর চেষ্টা করলেন চামচটি নেহাতই সাধারণ।

এবার চামচটিকে ঠিক মাঝ বরাবর নিজের ডান হাতেরই তিনটি আঙুল দিয়ে অনেকটা আলতোভাবেই নিলেন জাদুকর। চোখের দৃষ্টিও কেমন স্থির হয়ে আছে তাঁর। বিড়বিড় করে মুখের মধ্যেই কী যেন সব আওড়ে যাচ্ছেন তিনি। হঠাৎ করেই জাদুকরের চারপাশে জাদু দেখতে থাকা দর্শকেরা দেখলেন ধীরে ধীরে জাদুকরের হাতে থাকা চামচটি কোনো অদৃশ্য জাদুবলে যেন বেঁকে যেতে শুরু করেছে (চিত্র-৩)। হ্যাঁ, সত্যি। আবারও একই কায়দায় ধীরে ধীরে চামচটিকে ঠিক আগের মতোই সোজা করে নিলেন জাদুকর।

পেছনের জাদু

শুরুতেই তোমাকে এ জন্য জোগাড় করে নিতে হবে সাধারণ মানের দুই থেকে তিনটি চামচ। বড়দের কারও সাহায্য নিয়ে এর মধ্যে যেকোনো একটা চামচকে মাঝ বরাবর কেটে নিয়ে দুই টুকরা করে নাও (চিত্র-১)। এবার কাটা চামচটির কাটা অংশে খানিকটা ফাঁক রেখে কালো এক টুকরা ইলেকট্রিক টেপ দিয়ে কাটা অংশটিকে ভালো করে মুড়িয়ে নাও (চিত্র-২)। টেপ দিয়ে মোড়ানোর পর নিজে একটু ভালো করে দেখে নাও কাটা অংশ বরাবর চামচটিকে ভাঁজ করা যাচ্ছে কি না (চিত্র-৩)!

এ কাজের পর বলা যেতে পারে এই জাদুটি দেখানোর জন্য তুমি এখন পুরোপুরি তৈরি।

প্রদর্শন পদ্ধতি

যেহেতু চামচটি কৌশল করা, সেহেতু সেটাকে একটু আড়ালে রাখতেই হবে। মঞ্চে যদি জাদু দেখাও, তবে অন্য কোনো জাদুর সরঞ্জামের পেছনে এটিকে রাখতে পারো। আর যদি ঘরোয়া পরিবেশে কাউকে দেখাতে চাও, সে ক্ষেত্রে কৌশল করা চামচটিকে নিজের পরিধেয় প্যান্টের ডান পকেটে রেখে দিতে পারো।

জাদুটি দেখানোর সময় কৌশল করা অংশটিকে সুকৌশলে ঢেকে তোমার প্যান্টের পকেট থেকে চামচটিকে বের করে আনো। একদম সাধারণ ভঙ্গিমায় দর্শকদের বোঝানোর চেষ্টা করো চামচটি নেহাতই সাধারণ। এবার চিত্র-৩-এর মতো করে চামচটির কৌশল করা অংশটি তোমার ডান হাতের তিন আঙুলের সাহায্যে খুব সাধারণভাবে ধরে নেওয়ার চেষ্টা করো।

নাও, এবার তোমার অভিনয় আর তোমার বুদ্ধির জোরে এগিয়ে যেতে থাকো আর চেষ্টা করো জাদুটির সুন্দর একটি পরিসমাপ্তি দেওয়ার জন্য।