ঠান্ডা মাথার সিরিয়াল কিলার

ফেলু মিত্তিরের মতো রাত জেগে রহস্যের সমাধান করা কি তোমার নেশা? তিন গোয়েন্দার মতো খুলতে ইচ্ছা করে রহস্যের জট? ব্যোমকেশের আগেই কি তুমি খুঁজে বের করতে পারো অপরাধীকে?

তাহলে তোমার জন্যই রইল দারুণ এই রহস্যজট।

অলংকরণ: সিধু রাংসা

মিলন একজন ঠান্ডা মাথার সিরিয়াল কিলার। সে একবার পাঁচজন মানুষকে অপহরণ করে। পাশাপাশি বসিয়ে তাদের দুইটা করে ট্যাবলেট দেয় এবং জানায়, যেকোনো একটা ট্যাবলেট বেছে নিতে। সে তাদের সতর্ক করে দেয় যে এর মধ্যে একটি ট্যাবলেট বিষাক্ত, অন্যটি নয়। তারা যে ট্যাবলেটটি খাবে না, সেটা খাবে মিলন। মিলন যাদের অপহরণ করে, তাদের সবাই ওই ট্যাবলেট খাওয়ার পর মারা যায়। অথচ মিলনের কিচ্ছু হয় না।

মিলন কী কৌশল অবলম্বন করে? বলতে পারো?

(উত্তর দেখো নিচে)

উত্তর: কোনো ট্যাবলেটে বিষ মেশানো ছিল না। বিষ ছিল ওই পাঁচজন মানুষের গ্লাসের পানিতে মেশানো; যা দ্বারা তারা ট্যাবলেট গিলে খায়।

রিডার্স ডাইজেস্ট অবলম্বনে