কমিকস
জাহাঙ্গীরের জোর লড়াই
বরিশালের রহিমগঞ্জ জেলায় ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর। ক্লাসের সেরাদের শীর্ষে থাকা জাহাঙ্গীরের শৈশব ও কৈশোর কেটেছে গ্রামের শ্যামল ছায়ায়। ১৯৬৭ সালে কলেজের পড়াশোনার পাঠ চুকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ভর্তি হন তিনি। এরপর তাঁর কর্মজীবন শুরু হয় পাকিস্তান মিলিটারিতে। ইঞ্জিনিয়ারিং কর্পোরাল হিসাবে যোগদান করলেও যোগ্যতার প্রমাণ রেখে তিনি সুযোগ পান বোম্ব–ডিসপোজাল দলে কাজ করার।
১৯৭১ সালে দেশের টানে মুক্তিযুদ্ধে যোগ দেন মহিউদ্দীন জাহাঙ্গীর। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর তীরে মুখোমুখি যুদ্ধে প্রাণ হারান তিনি। স্বাধীনতার পর তাঁকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করে বাংলাদেশ সরকার। তাঁর সম্মানে ঢাকা ক্যান্টনমেন্টে বানানো হয় জাহাঙ্গীর গেট। চলো জেনে নেওয়া যাক বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরের বীরত্বের গল্প।