চুম্বক দিয়ে বানাও কম্পাস

হাতের কাছে কম্পাস নেই, কিন্তু যদি একটি চুম্বক থাকে, তাহলে নিজেই বানিয়ে ফেলতে পারো কম্পাস। তা দিয়ে চোখের পলকে উত্তর-দক্ষিণ দিক নির্ণয় করে তাক লাগিয়ে দিতে পারো বন্ধুদের।

যা যা প্রয়োজন

  • একটু কাদামাটি

  • পেছনে ইরেজারসহ চোখা একটি পেনসিল

  • অশ্বখুরাকৃতি চুম্বক

কী করতে হবে

  • প্রথমেই কাদামাটি ভালোভাবে মিশিয়ে বলের মতো বানাও। একদিকে একটু সমান করে নাও, যাতে দেখতে কোণাকৃতি হয় আর মেঝেতে বা টেবিলে স্থিরভাবে বসানো যায়।

  • এবার পেনসিলের ইরেজার থাকা অংশটি কাদামাটিতে সোজাভাবে গেঁথে দাও।

  • অশ্বখুরাকৃতি চুম্বকটি খুব সাবধানে পেনসিলের চোখা মাথায় বসিয়ে দাও।

  • সবকিছু ঠিকঠাক থাকলে চুম্বকটি এক মাথা উত্তরে আর আরেক মাথা দক্ষিণ দিকে ঘুরে যাবে।

জানো কি?

পৃথিবীর একটি নিজস্ব চৌম্বকশক্তি আছে। এই চৌম্বকশক্তি তোমার চুম্বককে আকর্ষণ করে উত্তর-দক্ষিণ দিকে ঘুরিয়ে দিতে সক্ষম।