ডিজিটাল দুনিয়াতে পা রাখার আগেই আমাদের পরিচয় ঘটেছে চলচ্চিত্রের সঙ্গে। মধ্যরাতে ঘুমের আগে কিংবা ছেলেবেলার হিমশীতল সকালে টেলিভিশনের পর্দায় ভেসে ওঠা চলচ্চিত্র নিয়ে আমাদের বেড়ে ওঠা। অনলাইন দুনিয়ায় বিনোদনের নানা উপাদান এলেও চলচ্চিত্রের জনপ্রিয়তা এখনও শীর্ষে। ভালো চলচ্চিত্রের সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে ২৫ ডিসেম্বর চায়ের রাজধানী শ্রীমঙ্গলে শুরু হয় শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ চলচ্চিত্র উৎসব। উত্তম চলচ্চিত্র, উত্তম সমাজের জন্য—এই প্রতিপাদ্যকে সঙ্গী করে ২০১৬ সালে পথচলা শুরু করে এই চলচ্চিত্র সংসদ। ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ১টি প্রামাণ্যচিত্র ও ৪টি সামাজিক সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয় এই আয়োজনে। যার সবগুলোরই দৃশ্য ধারণ এবং সম্পাদনার কাজ করা হয়েছে মুঠোফোনে। এছাড়া চলচ্চিত্র বিষয়ক আলাদা আলাদা ২টি কর্মশালার আয়োজন করা হয়। মূল আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ শ্রীমঙ্গলের সভাপতি ডা. হরিপদ রায়। এই আয়োজনের ইউথ এংগেজমেন্ট পার্টনার ছিল কিশোর আলো।