ধাঁধাটি সংগ্রহ করা হয়েছে বিখ্যাত ধাঁধাবিদ স্যামুয়েল লয়েডের (১৮৪১-১৯১১) সাইক্লোপিডিয়া অব পাজলস থেকে। তাঁকে মনে করা হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল ধাঁধা নির্মাতা হিসেবে। তাঁর ধাঁধাগুলো তাঁর সময়ে বাচ্চা থেকে বুড়ো—সবাইকে ভাবিয়ে রাখত। আমরাও একটু মাথা খাটাই।
ইদানীং সব স্মার্ট ঘড়ির ভিড়ে কাঁটার ঘড়ি হারিয়ে যেতে বসল বলে! এই সমস্যাটা সমাধানে একটু কাঁটার ঘড়ি আর কোণের জ্ঞান লাগবে। বলতে হবে, ঠিক কখন মিনিটের কাঁটা আর ঘণ্টার কাঁটা ৬–এর দাগের দুই পাশে ঠিক সমান দূরত্বে থাকে।
উত্তর: ঘড়িতে বাজবে ৮: ১৮: ২৭ (৯÷১৩) এই সমস্যা সমাধানের জন্য কোণ নিয়ে ঘাঁটাঘাঁটি করতে হবে।