ঘুর-ঘুরান্তি চরকি খেলা

উপকরণ

খেজুর বা নারকেলপাতা, কাঁচি, ঘোরানোর জন্য খেজুরের কাঁটা বা নারকেলের চিকন শলাকা।

বানাবে যেভাবে

ছবি: আমিনুল ইসলাম
১. প্রথমে সাবধানে খেজুরপাতা পেড়ে নাও, যাতে হাতে আবার কাঁটা না ফোঁটে। এবার পাতাটি লম্বালম্বি দুই ভাগ করে নাও।
ছবি: আমিনুল ইসলাম
২. কাঁচি দিয়ে ভাগ করা অংশ দুটি সমানভাবে কেটে নাও।
ছবি: আমিনুল ইসলাম
৩. ছবির মতো অংশ দুটি লম্বভাবে স্থাপন করে এক হাতের বুড়ো ও তর্জনী আঙুলের মাঝে চেপে ধরো।
ছবি: আমিনুল ইসলাম
৪. ছবির মতো একটি অংশ বাঁকিয়ে বুড়ো আঙুলে চেপে ধরে একটি লুপ তৈরি করো।
ছবি: আমিনুল ইসলাম
৫. দ্বিতীয় অংশটি লুপে প্রবেশ করাও, তাতে আরেকটি লুপ তৈরি হবে।
ছবি: আমিনুল ইসলাম
৬. তৃতীয় অংশটি এবার দ্বিতীয় লুপে প্রবেশ করাও, তাতে আরেকটি লুপ তৈরি হবে।
ছবি: আমিনুল ইসলাম
৭. চতুর্থ অংশটি এবার তৃতীয় লুপে প্রবেশ করাও, তাতে আরেকটি লুপ তৈরি হবে।
ছবি: আমিনুল ইসলাম
৮. চেপে ধরা বুড়ো আঙুল থেকে ছাড়িয়ে প্রথম অংশটি এবার চতুর্থ লুপে প্রবেশ করাও।
ছবি: আমিনুল ইসলাম
৯. এবার চারটি লুপ দিয়ে বেরিয়ে থাকা চারটি মাথা, দুই হাতে সাবধানে ধরে বাইরের দিকে টেনে নাও। বাহ্! দারুণ একখানা চরকি হয়ে গেল তোমার।
ছবি: আমিনুল ইসলাম
১০. ব্যস, মাঝে খেজুরের কাঁটা আলতোভাবে ঠেকিয়ে বসে পড়ো পুকুরপাড়ে, নদীর তীরে কিংবা বাড়ির ছাদে, যেখানে বাতাস ছোটে পাগলা ঘোড়ার মতো।