রহস্য ধাঁধা
খুনের মামলার বিচার
ফেলু মিত্তিরের মতো রাত জেগে রহস্যের সমাধান করা কি তোমার নেশা? তিন গোয়েন্দার মতো খুলতে ইচ্ছা করে রহস্যের জট? ব্যোমকেশের আগেই কি তুমি খুঁজে বের করতে পারো অপরাধীকে?
তাহলে তোমার জন্যই রইল দারুণ এই রহস্যজট।
মিসেস খন্দকারের বিরুদ্ধে খুনের মামলার বিচার হচ্ছে আদালতে।
‘আমি আমার স্বামীকে খুন করিনি। আমি তাকে এখনো...আমি তাকে এখনো মিস করি...।’ মিসেস খন্দকার কান্নায় ভেঙে পড়েন।
মিসেস খন্দকারের খুনের দায় প্রমাণিত হয়েছে, এমন সময় তাঁর আইনজীবী দাঁড়িয়ে বলেন, ‘তাঁর স্বামী খুন হননি। তিনি আসলে হারিয়ে গিয়েছিলেন। সবাই দরজার দিকে তাকান। তিনি ত্রিশ সেকেন্ডের মধ্যে হেঁটে আসবেন। অপেক্ষা করুন।’
জজ সাহেব দরজার দিকে তাকিয়ে রইলেন। অপেক্ষায় রইলেন মিস্টার খন্দকার হেঁটে আসবেন দরজা দিয়ে। মিসেস খন্দকার আর তাঁর আইনজীবী তাকিয়ে রইলেন জজ সাহেবের দিকে।
মিসেস খন্দকারের আইনজীবী বললেন, ‘মহামান্য আদালত, আপনি যদি এতই শিওর হলেন যে মিস খন্দকারই তাঁর স্বামীকে খুন করেছেন, তাহলে কেন দরজার দিকে তাকিয়ে রইলেন?’
অথচ জজ সাহেব মিসেস খন্দকারের আইনজীবীর কথা কানেই নিলেন না। শাস্তির আদেশ দিলেন মিস খন্দকারের। কিন্তু কেন?
(উত্তর দেখো নিচে)
উত্তর: মিসেস খন্দরকার দরজার দিকে তাকিয়ে ছিলেন না। কারণ তিনি জানতেন যে তাঁর স্বামী আর হেঁটে আসবেন না। কারণ তিনিই তার স্বামীকে হত্যা করেন। তিনি যদি সত্যিই স্বামীকে 'মিস' করতেন, তাহলে তিনি দরজার দিকে তাকিয়ে থাকতেন, মিস্টার খন্দকার আসার অপেক্ষায়।