রহস্য ধাঁধা
খুন, নাকি আত্মহত্যা?
ফেলু মিত্তিরের মতো রাত জেগে রহস্যের সমাধান করা কি তোমার নেশা? তিন গোয়েন্দার মতো খুলতে ইচ্ছা করে রহস্যের জট? ব্যোমকেশের আগেই কি তুমি খুঁজে বের করতে পারো অপরাধীকে?
তাহলে তোমার জন্যই রইল দারুণ এই রহস্যজট।
পাঁচতলা ভবনের নিচে একজন মহিলার লাশ দেখতে পেলেন ডিটেকটিভ জামশেদ আনোয়ার। দেখে মনে হচ্ছে, কোনো একটা তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
জামশেদ প্রথমেই যান দোতলায়। বন্ধ জানালা খোলেন। মেঝেতে একটা কয়েন ঠুকে মৃদু আওয়াজ করেন। তারপর তিনি যান তৃতীয় তলায়। একই কাজ করেন এবং একদম পঞ্চম তলা পর্যন্ত ঠিক একই কাজ করেন তিনি। ভবনের ছাদে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজেই সেখান থেকে কেউ ঝাঁপ দেবে, এই আশঙ্কা করছেন না তিনি।
নিচে এসে সহকারীকে জামশেদ বলেন, ‘এটা একটা খুন। ঠান্ডা মাথার খুন। কোনো সুইসাইড কেস না।’
তোমরা কি কেউ বলতে পারবে ডিটেকটিভ জামশেদ আনোয়ার কেন এ কথা বললেন?
(উত্তর দেখো নিচে)
উত্তর: কোনো তলা থেকেই লাফিয়ে পড়ার সুযোগ ছিল না। কেননা প্রতিটি তলার জানালাই ছিল বন্ধ।