খুন করল কে?

ফেলু মিত্তিরের মতো রাত জেগে রহস্যের সমাধান করা কি তোমার নেশা? তিন গোয়েন্দার মতো খুলতে ইচ্ছা করে রহস্যের জট? ব্যোমকেশের আগেই কি তুমি খুঁজে বের করতে পারো অপরাধীকে?

তাহলে তোমার জন্যই রইল দারুণ এই রহস্যজট।

অলংকরণ: সিধু রাংসা

বছরের প্রথম দিনই স্কুলে এসে খুন হয়ে গেলেন ইতিহাসের শিক্ষক জনাব আকরাম হোসেন। পুলিশ পুরো স্কুলে মোটমাট চারজনকে এই খুনের জন্য সন্দেহভাজনের তালিকায় রাখে: বাগানের মালি তারিফ, ফুটবল কোচ শাহরিয়ার খান, গণিতের শিক্ষক জনাব আফজাল হোসেন এবং প্রিন্সিপাল সুনীল মজুমদার।

তারিফ বলে, সে বাইরে গোলাপগাছের আগাছা সাফ করছিল।

শাহরিয়ার খান বলেন, তিনি ওই সময় ওয়ার্মআপ করাচ্ছিলেন ছাত্রদের।

আফজাল হোসেন বলেন, তাঁর ছাত্ররা ওই দিন মিডটার্ম পরীক্ষা দিচ্ছিল।

সুনীল মজুমদার বলেন, তিনি ওই সময় অফিসে এসে কেবল কফি খাচ্ছিলেন।

এই বক্তব্যগুলো শোনার পর তৎক্ষণাৎ পুলিশ সন্দেহভাজনদের একজনকে গ্রেপ্তার করে খুনের দায়ে। কে আকরাম হোসেনকে খুন করে? এবং পুলিশই-বা তা কীভাবে জানল?

(উত্তর দেখো নিচে)

উত্তর: বছরের প্রথম দিনই নিশ্চয়ই মিডটার্ম পরীক্ষা হয় না? কাজেই মিথ্যা বলেছিলেন গণিতের শিক্ষক আফজাল হোসেন এবং সে কারণেই পুলিশ তাঁকে খুনের দায়ে গ্রেপ্তার করে।

রিডার্স ডাইজেস্ট অবলম্বনে