গত ১ মার্চ শুরু হয়েছিল ‘বার্জার আর্টিস্টা চিলড্রেনস আর্ট কম্পিটিশন’। প্রতিভাবান খুদে আঁকিয়েদের অনুপ্রাণিত করতে এ প্রতিযোগিতার আয়োজন করেছিল দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। বার্জারের অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে আগ্রহী শিশু-কিশোরেরা জমা দিয়েছিল তাদের চিত্রকর্ম। বয়সভিত্তিক দুটি গ্রুপের প্রথম রাউন্ডের বিষয় ছিল ‘বাংলাদেশ’। এ ছাড়া প্রাতিযোগীরা অংশ নিয়েছিল দেশের প্রথিতযশা শিল্পীদের পরিচালনায় বিভিন্ন অনলাইন স্কুল ক্যাম্পে।
১ থেকে ১৫ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রথম রাউন্ড। প্রথম রাউন্ড শেষে প্রতি গ্রুপ থেকে ২৫ জন করে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয় ৫০ জনকে। এ ৫০ জন বিজয়ী পায় অনন্য এক সুযোগ। বিখ্যাত চিত্রশিল্পী বিশ্বজিৎ গোস্বামীর তত্ত্বাবধানে তারা অংশ নেয় একটি বিশেষ আর্ট ক্যাম্পে। গত ২ এপ্রিল ঢাকার চারুকলার বকুলতলায় অনুষ্ঠিত হয় ক্যাম্পটি। ক্যাম্প শেষে ছিল সনদ। সঙ্গে নানা রকম উপহার তো ছিলই।
ক্যাম্প চলাকালে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) এ কে এম সাদেক নাওয়াজ বলেন, ‘শিশুদের মধ্য থেকে প্রতিভাবান শিল্পীদের তুলে আনতে আর্ট কম্পিটিশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের অভিজ্ঞতা আমাদের মনে শৈশবের স্মরণীয় স্মৃতি হিসেবে রয়ে যায়। এ আর্ট কম্পিটিশনটি বৈশ্বিক মহামারির এ প্রতিকূল সময়ে শিশুদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে ও তাদের অনুপ্রাণিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা করছি।’
সর্বশেষ ঘোষণা করা হয় প্রতিযোগিতাটির দ্বিতীয় রাউন্ডের বিষয়। দুটি গ্রুপের সদস্যদের পরবর্তী বিষয় ‘আমার রঙিন ভুবন’।
আয়োজনে মিডিয়া পার্টনার ছিল কিশোর আলো।