খাম থেকে ডাকটিকিট আলাদা করার উপায়

যারা ডাকটিকিট সংগ্রহ করো, তাদের প্রায়ই পুরোনো চিঠি থেকে টিকিট আলাদা করার দরকার হয়। খামে লেগে থাকা টিকিট অনেক সময়ই আলাদা করতে গিয়ে নষ্ট হয়ে যায়। তবে বিশেষ উপায়ে আলাদা করলে টিকিটটি নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নেই। সেই উপায়টিই চাইলে শিখে নিতে পারো।

উপকরণ

  • বাটি

  • গরম পানি

  • তোয়ালে

  • কাঁচি

কার্যপদ্ধতি

প্রথমেই কাঁচি দিয়ে খাম থেকে ডাকটিকিটটির অংশটুকু আলাদা করে কেটে ফেল। টিকিটটি যাতে নষ্ট না হয়, এ জন্য এর চারপাশে খামের কিছুটা কাগজ রেখে কাটবে। এবড়োখেবড়ো হলে সমস্যা নেই, তবে মাথায় রাখতে হবে টিকিটটা যেন না কেটে যায়। একটা বাটিতে উষ্ণ পানি নাও। তবে পানি যেন খুব বেশি গরম না হয়। বেশি গরম পানি হলে টিকিটটিই নষ্ট হয়ে যেতে পারে। পানিতে আস্তে করে তোমার টিকিটটি ভিজিয়ে রাখো। একসময় দেখবে আঠা আলাদা হয়ে গেছে। আঠা আলাদা হয়ে গেলে খামের কাগজ থেকে টিকিটটি এমনিতেই আলাদা হয়ে যাবে। তারপর শুকনো তোয়ালেতে হালকা চেপে রেখে শুকিয়ে নাও। তারপর সেটাকে রেখে দাও তোমার অ্যালবামে। পুরোপুরি শুকোনোর পরে স্ট্যাম্পটি একটু কুঁচকে গেলে মন খারাপ করার কিছু নেই। অ্যালবামে রাখলে আবার সোজা হয়ে যাবে সেটি।

(নিচে ছবিগুলো থেকে ধাপে ধাপে দেখতে পারবে খাম থেকে ডাকটিকিট আলাদা করার উপায়)