কে খুনি?

অলংকরণ: আবু হাসান
অনেকেই আছে, যারা রহস্যের গন্ধ পেলে ছোঁক ছোঁক করে ওঠে। সুযোগ পেলেই গোয়েন্দাগিরি করতে কোমর বেঁধে লেগে পড়ে। কিন্তু সত্যিকার গোয়েন্দা হতে হলে আগে দরকার ক্ষুরধার বুদ্ধি। সে জন্য চোখ-কান খোলা রাখা আর রহস্য নিয়ে নিয়মিত মাথা ঘামানোর বিকল্প নেই। রহস্যপ্রিয় পাঠকদের জন্য থাকছে রহস্য ধাঁধা। নিজে নিজে এর সমাধান করে আপাতত গোয়েন্দা বনে যেতে পারো।

অফিসের মেঝেতে উপুড় হয়ে পড়ে ছিল লাশটা। রক্তে ভেজা কার্পেট।

ঘরের ভেতর দেয়ালে ঝোলানো একটা ক্যালেন্ডার। সেখানে লাল কালিতে লেখা—৪৩।

তদন্তের পর পুলিশ সন্দেহ করছে চারজনকে। জুলিয়া, রবিন, এমা আর শন।

কে খুনি?

উত্তর

ক্যালেন্ডারে ৪ নম্বর মাস এপ্রিল আর ৩ নম্বর মাস মার্চ। দুটোর আদ্যক্ষর মিলে—এমা।