দীর্ঘ লাইনের পরও যেভাবে আগে আগে বিদ্যুৎ বিল দিলাম...

তখন আমি দ্বিতীয় শ্রেণিতে পড়ি। গ্রাম থেকে আব্বু প্রতি মাসে কারেন্ট বিল দিতে শহরে যেতেন। একবার আমিও যাওয়ার বায়না ধরলাম। আব্বু নিয়ে গেলেন। কিন্তু এত লম্বা লাইন ছিল যে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বিল দিতে পারলেন না আব্বু। আমি অধৈর্য হলে বিলের কাগজ ও টাকা নিয়ে নিজেই একটা লাইন বানিয়ে দাঁড়িয়ে গেলাম। যুক্তি দিলাম, আমি ছোট আর যে লাইনগুলো রয়েছে, তা বড়দের। কিন্তু আমি তো আকারে ছোট। তাই ডেস্কের নাগাল পাচ্ছিলাম না। এমন সময় দারোয়ান এসে আমায় কোলে তুলে নিলেন। আমি ওপরে উঠে বিলটা এগিয়ে দিলাম। এর পর থেকে প্রতি মাসেই আমি আব্বুর সঙ্গে গিয়ে এমন করে বিল দিতাম। আর আব্বুরও সবার আগেই বিল দেওয়া হয়ে যেত।