পূর্ব পাকিস্তানের ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত কারাগারের জীবন তুলে ধরা হয়েছে। এই বইয়ে শেখ রাসেলের অনেক কথা তুলে ধরা হয়েছে। শেখ মুজিবের কারাগারের রোজনামচায় রাজনৈতিক জীবন ছাড়াও জেলখানার জীবন্ত চিত্র তুলে ধরা হয়েছে। জেলে বসে জীবনকাহিনি লেখার রহস্য এ বইয়ে আছে। বারবার জেলে থাকায় জেলখানাকে অনেক ভালোবাসতেন। তাই বলতেন ‘থালা বাটি কম্বল জেলখানার সম্বল’। এভাবেই জেলখানাকে গ্রহণ করে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন।