১. দুপাশ থেকে অর্ধেক ভাঁজ করে আবার ভাঁজ ফিরিয়ে নাও।
২. চিত্রের মতো আবার অর্ধেক করে ভাঁজ করো।
৩. দুই সাইডকে এমনভাবে ভাঁজ করো, যেন মাঝ রেখাকে স্পর্শ করে।
৪. অর্ধেক করে ভাঁজ করো।
৫. তিরচিহ্নিত অংশটি খোলো এবং চ্যাপ্টা করো।
৬. চারদিকে ঘুরিয়ে আনো।
৭. ডট লাইন বরাবর ভাঁজ করো।
৮. এবার দুটি চোখ এবং একটি মুখ এঁকে নাও। ব্যস হয়ে গেল তোমার বানানো শিয়াল পণ্ডিত।