কলেজের আগে আমার প্রাইভেট পড়া ছিল। আগে থেকেই ভেবেছিলাম, পুরোনো বন্ধুদের সঙ্গে কলেজ যাব। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলালাম। আসতে বললাম মাকে। বন্ধুদের বিদায় দিয়ে মাসহ হেঁটে হেঁটে গল্প করে কলেজ গেটে গেলাম। মাকে দেখালাম ও বললাম, কোন বন্ধুর কী নাম, কে কোন বান্ধবী। কোন স্যার কী রকম। তারপর কলেজে ঢোকার আগে বললাম, ‘ভালো বাচ্চার মতো কলেজে ঢুকছি আর কী হয়ে যে বেরিয়ে আসব!’ এরপর, মায়ের সঙ্গে হ্যান্ডশেক করে প্রতি তলায় উঠে মায়ের দিকে তাকিয়েছি। কিন্তু মা আর আমাকে খুঁজে পাচ্ছিলেন না। শেষে ছয়তলায় উঠে ওয়াশরুমে ঢুকে মাকে কল দিলাম। মাকে বললাম, ছয়তলায় সবার ওপরে তাকাও। তারপর মা আমাকে দেখতে পেলেন। শেষে টা টা দিয়ে ক্লাসে গেলাম।