আমাদের নয় মাসব্যাপী দীর্ঘ রক্তক্ষয় যন্ত্রণাদায়ক সংগ্রাম অর্জন করা একদমই সহজ ছিল না। পাকিস্তানি হানাদার বাহিনীর নাগপাশ থেকে অসহ্য ব্যথা–বেদনা ভোগ করে কেবল নিজের দেশমাতার কথা ভেবে আত্মবিসর্জন দিয়েছে অসংখ্য মানুষ। সেই বিসর্জনের ঘটনাগুলো উঠে এসেছে জাহানারা ইমাম রচিত একাত্তরের দিনগুলি গ্রন্থে। সাবলীল ও সুন্দর ভাষায় মাধ্যমে ১৯৭১ সালের স্পষ্ট বর্ণনা পাওয়া যায় একাত্তরে দিনগুলিতে। মুক্তার মতো অভিজ্ঞতার নির্যাস আর মুক্তিযুদ্ধের গৌরবগাথা শোকস্মৃতি মিলেমিশে শিহরণ ঘটায় আমাদের মনে। পাঠককে করে তোলে আবেগপ্রবণ। এটি কেবল কোনো একজন মানুষের নিজস্ব দিনলিপির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং যুদ্ধকালীন পটভূমি ও জাতির ইতিহাস ফুটে উঠেছে এখানে। একই সঙ্গে এক দেশপ্রেমিক সংগ্রামী রত্নগর্ভা নারীর সব থেকে মহৎ আত্বত্যাগের গল্প এটি।
২৯ আগস্ট ১৯৭১ সালে তাঁদের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে পাকিস্তানি বাহিনী তাঁর স্বামী এবং পুত্রদের আটক করে। যদিও পাশবিক নির্যাতন সহ্য করে ফিরে আসেন কেবল তাঁর স্বামী ও কনিষ্ঠ পুত্র। তারপর প্রতিটি দিন ক্ষোভ, ঘৃণা, আক্রোশ ও বাধাহীন বেদনার অতল সাগরে তিনি নিজের সন্তানকে ফিরে পাওয়ার অক্লান্ত পরিশ্রম করেন। এক মায়ের দীর্ঘ সংগ্রামের দলিল এই বইটি প্রতিটি বাঙালির অবশ্যপাঠ্য।