১. একটা বর্গাকার কাগজ নিয়ে মাঝ বরাবর ভাঁজ দিয়ে আবার খুলে ফেলো।
২. এবার ডট দেওয়া চিহ্ন বরাবর চারদিকের কাগজকে মাঝে নিয়ে এসো। কাগজের দুই পাশ দুই রঙের হলে ভালোভাবে জিনিসটা বুঝবে।
৩. ওপরের ও নিচের ডট চিহ্ন ধরে কাগজ ভাঁজ করে মাঝে নিয়ে আসো।
৪. আবার ডট চিহ্ন ধরে ভাঁজ দিয়ে তির চিহ্ন বরাবর চারদিকের কাগজকে পেছন দিকে নিয়ে যাও।
৫. একইভাবে দুই পাশের ডট চিহ্ন ধরে ভাঁজ দিয়ে, দুপাশের কাগজ পেছনে নিয়ে যাও।
৬. এবার পুরো কাঠামোর মাঝামাঝি ভাঁজ দিয়ে ওপরের অংশের কাগজকে নিচের অংশের কাগজের পেছনে নিয়ে যাও।
৭. কাঠামোর গায়ে কালো কালো দাগ দিয়ে দিলেই হয়ে যাবে তোমার তরমুজ।