তুমি বলার আগে আমিই বলে দেব তোমার জন্মদিন। বিশ্বাস হচ্ছে না? চলো, তাহলে শুরু করা যাক...
১. মনে মনে তোমার জন্ম কোন মাসে, সে সংখ্যাটা ধরো। জানুয়ারি হলে ১, এভাবে।
২. জন্ম মাসের সঙ্গে পরবর্তী ক্রমিক সংখ্যাটি যোগ করো।
৩. যা পেলে তাকে গুণ করো ৫ দিয়ে।
৪. প্রাপ্ত সংখ্যার ডানে ০ বসাও।
৫. এবার যে সংখ্যা পেলে, তার সঙ্গে ১-এর চেয়ে বড় ১০০-এর চেয়ে ছোট যেকোনো সংখ্যা যোগ করো। যত যোগ করলে, তা আমাকে বলো...
৬. মাসের যে তারিখে তোমার জন্ম, সেটা যোগ করো।
৭. এবার প্রাপ্ত সংখ্যার ডানে ১০০-এর কম যেকোনো সংখ্যা বসাও এবং যা বসালে, তা আমাকে বলো।
৮. সংখ্যাটির সঙ্গে তোমার জন্ম সালের শেষ দুই অঙ্ক যোগ করো।
৯. প্রাপ্ত সংখ্যাটি আমাকে বলো। দেখো, আমি নিমেষেই বলে দেব তোমার জন্ম তারিখ।
কীভাবে করা হবে ভাবছ?
ধরো, তোমার বন্ধুর জন্মদিন ফেব্রুয়ারি ১২, ২০০৯। এবার একে একে ধাপগুলো পূরণ করি...
১. প্রথমে তার যে মাসে জন্ম, তা ধরা হলো... (২)
২. এর সঙ্গে পরবর্তী সংখ্যাটি যোগ করা হলো... (২ + ৩ = ৫)
৩. গুণ করা হলো ৫ দিয়ে... (৫ x ৫ = ২৫)
৪. ডানে ০ বসানো হলো... (২৫০)
৫. ১০০-এর কম যেকোনো সংখ্যা যোগ করা হলো। সে যে সংখ্যাটি যোগ করেছে, তা তোমাকে বলে দেবে... (২৫০ + ৩২ = ২৮২)
৬. এবার জন্ম তারিখ যোগ করা হলো... (২৮২ + ১২ = ২৯৪)
৭. সে এবার ১০০-এর কম একটা সংখ্যা ধরে তোমাকে বলবে, আর তা ডানে বসাবে। ধরলাম ২২... (২৯৪২২)
৮. এবার সংখ্যাটির সঙ্গে সে তার জন্ম সালের শেষ দুই অঙ্ক যোগ করে তোমাকে ফলাফল বলবে... (২৯৪২২ + ০৯ = ২৯৪৩১)
তোমার বন্ধু যতক্ষণে এসব করছে, তুমি এভাবে তার জন্মদিন বের করে ফেলতে পারবে...
১. পাঁচ নম্বর ধাপে সে যে সংখ্যাটি বলছে, তার সঙ্গে ৫০ যোগ করো... (৩২ + ৫০ = ৮২)
২. সে সাত নম্বর ধাপে যে সংখ্যাটি বলছে, তা ৮২-এর ডানে বসাও... (৮২২২)
৩. সবশেষে সে যে বড় সংখ্যাটি বলেছে, তা থেকে এই ৮২২২ বিয়োগ করো। এভাবে... (২৯৪৩১—৮২২২ = ২১২০৯ মাস দিন বছর)
৪. এবার মাস-দিন-বছরকে ভাগ করে ফেলো... (২/১২/০৯)
অর্থাৎ ফেব্রুয়ারি ১২, ২০০৯।