আমার ইংরেজি শিক্ষক

অলংকরণ: রাকিব রাজ্জাক

আমার ইংরেজি শিক্ষক আল আমিন স্যার। তিনি শুধু আমার শিক্ষকই নন, বন্ধুও বটে। তাঁর কাছ থেকে শুধু ইংরেজিই শিখি, তা নয়; তিনি শেখান কীভাবে মানুষকে সম্মান করতে হয়, কীভাবে করতে হয় পড়াশোনা। সত্যি কথা বলতে কি, স্যারদের বোধ হয় এমন হওয়াই উচিত। এই তো কিছুদিন আগে, কিশোর আলো, গল্পের বই, উপন্যাস, কবিতা যেভাবে পড়া শুরু করেছিলাম, স্যারের কথাগুলো না শুনলে বোধ হয়, কিশোর আলোর সব গল্প-কবিতাই লিখে দিতাম পরীক্ষার খাতায় (তবে এখন সময় পেলেই অপাঠ্যপুস্তক পড়ি)। বাস্তব জীবনের বিভিন্ন কিছুই তাঁর কাছ থেকে শিখতে পারি। মোট কথা, তাঁকে দেখে বা তাঁর কথা শুনে অনুপ্রাণিত হই আমি। আমাদের শুধু পড়ালেখা করলেই চলবে না, বাস্তব জীবনকেও জানতে হবে।

লেখক: দাখিল পরীক্ষার্থী, সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা, বগুড়া