আমাদের বাসায় চারটি বিড়ালছানা আছে। তাদের নাম রেখেছি টলু, মলু, কং ও বং। ওদের গায়ের রং সাদা, দেখতে মনে হয় যেন তুলার বল এবং অনেক সুন্দর। ওরা অনেক দুষ্টু। সব সময় ওরা দুষ্টুমিতে ব্যস্ত। ওরা অনেক কাণ্ড করে। তার মধ্যে দুটি হলো:
১. আমাদের বাসায় একদিন আইপিএসটি নষ্ট হয়ে গেল। আম্মু খুবই চিন্তিত হয়ে টঙ্গী থেকে লোক আনল। আইপিএস দেখে বলল, ‘আপনাদের বাসায় কি কোনো বিড়াল আছে?’ আমরা বললাম হ্যাঁ, আমাদের বাসায় চারটি বিড়ালছানা আছে। ওরা বলল, আইপিএসের কোনো সমস্যাই হয়নি। শুধু মেইন সুইচ অফ হয়ে গেছে, যা ওই বিড়ালছানাদেরই কাণ্ড হবে। তখন আমরা বুঝলাম যে ওরা এর ওপর সব সময় খেলা করে এবং তখনই মেইন সুইচ অফ করে দিয়েছে।
২. আরেক দিন আমাদের খালামণি বিদেশ থেকে মুঠোফোনে ফোন দিয়েছে। তখন আম্মু বলল, সে তো সব সময় টিঅ্যান্ডটিতে ফোন করে, আজ কেন মুঠোফোনে। খালামণি বলে, আমাদের ফোন নাকি ব্যস্ত আছে। কিন্তু তখন তো কেউ ফোনে কথা বলছিল না। তারপর দেখি, বিড়ালছানার দল ফোন উল্টিয়ে ফেলেছে এবং ফোনের তার দিয়ে খেলছে। এ রকম আরও বহু দুষ্টুমি করে ওরা আমাদের খুশি করে দেয়। ওরা এত দুষ্টুমি করলেও আমরা ওদের অনেক ভালোবাসি।